শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
লক-ডাউনের আপ-ডাউনে হচ্ছে এসব কি রে!
ভীড় এড়াতেই মানুষ যেন যাচ্ছে আবার ভীড়ে।
মাস্ক মুখে তো দূরের কথা,
দুরত্বটাও নাই,
গায়ের সাথে গা লাগিয়ে নিচ্ছে নিজের ঠাঁই।
দিচ্ছে হাঁচি সবার মাঝে রুমাল-টিস্যু ছাড়া,
করোনাটা বাড়ায় দেশে এই ধরনের যারা।
রাস্তা-পাড়ায় চলছে সবাই লাগাম ছাড়ার মত,
বলতে গেলেই উল্টো শেখায় বিরক্তিকর যত।
“আমার বাড়ি আসবো আমি ওদের কোথায় লাগে-
ইচ্ছেমত ঘুরব; মনে যখন যেথায় জাগে।”
হাট-বাজারের দোকান-পাটে নেই পরোয়া মোটে,
গল্প জমায়; চায়ের চুমুক উপচে পড়ে ঠোঁটে।
সময় পেলেই ব্যঙ্গ করে- ও ভাই কোথায় যান?
করোনাটা ধরবে আবার- শোনায় এসব গান।
যুক্তি দেখায় হাজার প্যাঁচে মুক্ত হতে ঘর,
অবিশ্বাসের সূত্র দিয়ে শক্ত করে স্বর।
লক-ডাউনেও বাহির থেকে কেমন করে এরা-
ফিরল গাঁয়ে; দেশ তো এখন আর্মি-পুলিশ ঘেরা!
আচ্ছা- না হয় এলোই ফাঁকে; ঘুরছে কেন সবে?
মানছেনা তো নিয়ম কোনই না জানি কী হবে!
থাকার কথা ওদের ঘরে, উল্টো ঘরে মোরা,
ঘুরছে ওরা দিব্যি সবাই আমরা কপাল পোড়া।
চোখ বুজিয়ে সহ্য করি ওদের কথার ঝাল,
হায়রে! কবে কেটে যাবে এই করোনার কাল।
কবি- এ টি এম আশরাফুল ইসলাম সরকার রাংগা