রবিবার, ২৫ মে ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন
আলোর সংবাদ ডেক্স: রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ৩১ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ১৪ জন, লালমনিরহাটে ৭ জন, কুড়িগ্রামে ৫ জন, গাইবান্ধায় ৪ জন ও ঠাকুরগাঁয়ের ১ জন।
রংপুর জেলায় নতুন আক্রান্তদের মধ্যে রয়েছে, তাজহাট থানার এক পুলিশ সদস্য (৩৮), অপর পুলিশ সদস্য (৪৫), ধাপ পুলিশ ফাঁড়ির এক সদস্য (৪৫), বড় দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এক সদস্য (৪৫), রংপুর মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা শাখার এক সদস্য (৩৬), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক চিকিৎসক (৬৫), গঙ্গাচড়া মহিপুরের এক পুরুষ (৪০), ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীর এক পুরুষ (৫৯), আরটিআই কর্নারের এক চিকিৎসক (২৪), নগরীর মুলাটোলের এক নারী (২৮), শালবনের এক পুরুষ (৩০), সেনপাড়ার এক পুরুষ (৩৮), ধাপ ইঞ্জিনিয়ারপাড়ার এক পুরুষ (৫৬), জুম্মাপাড়ার এক পুরুষ (৫৯), পীরগাছা গ্রামীন ব্যাংকের এক নারী (৪০)।
লালমনিরহাট জেলায় নতুন আক্রান্তদের মধ্যে রয়েছে, লালমনিরহাট ১’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন বাউড়া কুলাঘাটের এক পুরুষ (৫০), বড়বাড়ির এক যুবক (২৪), আদিতমারী বড়ঘরিয়ার এক বৃদ্ধ (৬২), রুপালী ব্যাংকের এক নারী (৩১), হাতিবান্ধা বড়খাতার এক পুরুষ (৩২), হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক পুরুষ (৫৭),কালিগঞ্জ আফজালপাড়ার এক পুরুষ (৩৩)।
কুড়িগ্রাম জেলায় নতুন আক্রান্তদের মধ্যে রয়েছে, কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধ (৬৭), কুড়িগ্রাম সদর শননারীর এক বৃদ্ধা (৬০), পৌর এলাকার এক পুরুষ (৪০), ত্রিমোহনীর এক যুবক (১৯), রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক পুরুষ (৫৬)।
গাইবান্ধা জেলায় নতুন আক্রান্তদের মধ্যে রয়েছে, গাইবান্ধা সদর থানাপাড়ার এক যুবক (২৬), পুরাতন জেল রোডের এক নারী (২৮), গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক পুরুষ (৪০), সাঘাটা কৈছড়ার এক বৃদ্ধ (৭৫)।
বৃহস্পতিবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুুরুন্নবী লাইজু।
রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় নতুন আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩২৪ জন। সুস্থ্য হয়েছেন ১ হাজার ৮৭৫ জন ও মারা গেছেন ৩৮ জন।