শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
ঐ দেখা যায় ফোর জি টাওয়ার,
ঐ আমাদের গাঁ,
ঐখানে আর বাস করেনা কানা বগের ছা।
কানা বগী চোখ পেয়েছে ড্রোন ক্যামেরাতে,
ঘুরে ঘুরে ধরছে পুটি খাচ্ছে মাছে-ভাতে।
খোকন খোকন ডাক পাড়েনা খোকন সোনার মায়,
এক কলেতেই খোকন আসে যত দূরেই যায়।
দুধ মাখা ভাত খায়না কাকে, ফ্রিজ ভরে রাখে,
মোবাইলে খেলছে সে গেম বসে মায়ের কাঁখে।
হাট্টি মাটিম টিম এখন ডিম পাড়েনা মাঠে,
অ্যানিমেশন নিয়েই ওদের সারাটা দিন কাটে।
ক্যাপশনে আর কার্টুন ছবির বিজ্ঞাপনে তারা,
নেটের কাজেও ব্যস্ত এখন; হয়েছে বই ছাড়া।
আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ,
বিয়ের আগেই বরের সাথে বলছে কথা বউ।
ম্যাসেঞ্জারে ম্যাসেজ পাঠায়, দেয় ভিডিও কল,
এত ডাকেও তাই তো সাড়া দেয়না বউয়ের দল।
টিয়ে এখন আর চড়েনা খুকুমণির নায়,
বোয়াল মাছের নাও চুরিটা দিচ্ছে কাঁটা গায়।
ইলেক্ট্রনিক মেইল করে জানায় টিয়ে তাই,
ভোঁদড়-খুকুর নাচটা যেন ইউটিউবে পাই।
ভোঁদড় নেচে এই ঘটনায় তুললে অনেক ছবি-
খুকুমণির ফেসবুকেতে পোস্ট করে দেয় সবি।
সেই আমাদের ছোট্ট নদী চলছেনা আর বাঁকে ফটোশপের সম্পাদনায় সোজা হয়েই থাকে।
বোশেখ মাসে নাই হাটু জল; টইটুম্বুর পানি,
সেলফি তুলে শুকনো নদী ভরাট করাও জানি।
আয় ছেলেরা আয় মেয়েরা ওয়াই-ফাইয়ে যাই,
ওয়াই-ফাইয়ের বদৌলতে বিশ্ব হাতে পাই।
বিনা টাকার ওয়াই-ফাইয়ে ডাউনলোডেও সুখ,
পাকা হাতের অনলাইনে বিজয় করি দুখ।
মেঘের কোলে রোদ এসেছে বাড়ছে নেটের গতি,
সাব-মেরিনের দয়া হলো আজ আমাদের প্রতি।