শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন
তুমি দয়াময় দয়া করো খোদা অসহায় মোরা আজি,
করোনার বানে ভাসছে মানুষ জীবন রাখিয়া বাজি।
মরিতেছে লোক, বাড়িতেছে শোক বাড়িতেছে রোগী আরো,
এহেন বেলায়, মুক্ত করাতে তুমিই তো শুধু পারো।
পিতা পুত্রকে, মাতা কন্যাকে আদর সোহাগ দিয়ে,
বড় করিয়াছে অথচ পৃথক করোনার বিষ পিয়ে।
যদি বা আসিল হাঁচি-কাশি সাথে সামান্যতম জ্বর,
বন্ধু-স্বজন, পরমাত্মীয় প্রতিবেশী হয় পর,
করোনাকে নিয়ে নানান তর্ক, নানান কথার জেরে,
মানুষে মানুষে অবিশ্বাসের শত্রুতা গেছে বেড়ে।
ভুল বুঝে যারা বিপথে চলিছে করিতেছে বাড়াবাড়ি,
নিয়মের পথে চলে যেন তারা দেশ যা করেছে জারী।
বুঝ দাও প্রভূ করোনা রোগের শিকার যাহারা আছে,
বুঝ দাও তুমি করোনা যাদের ঘুরিতেছে পাছে পাছে।
বল দাও তুমি ডাক্তার ও নার্সে যাহারা দিনে ও রাতে,
সুখের আরাম করিয়া হারাম নিয়োজিত সেবা খাতে।
বল দাও তুমি পুলিশ-আর্মি,অনুদান দেয় যারা
নিজের সকলি উজার করিয়া বিলায় দিয়েছে তারা।
তব করুণায় বাঁচিবার আশা হৃদয়ে লালন করি,
দাও প্রভূ তুমি ষোলো কোটি এই জনতার হাত ভরি।
আমরা করছি আমাদের কাজ, শক্তি মোদের দাও,
তোমার দয়াতে সকল লোকেরে মুক্ত করিয়া নাও।