শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
সৈয়দ রায়হান বিপ্লব পীরগঞ্জ (রংপুর) থেকে: রংপুরের পীরগঞ্জ ইউনিয়নে করোনা ভাইরাস মহামারীর কারণে কর্মহীন ও বিধবা এক মহিলাকে ঢেউটিন বিতরণ করেছেন মানবতার ফেরিওয়ালা ও করোনা যোদ্ধা জাহিদুল ইসলাম রুবেলের প্রতিনিধি সাংবাদিক গোলাম কবির বিলুর মাধ্যমে দেওয়া হয়েছে। জানা গেছে খামার তাহিরপুর গ্রামের মৃত: মজিদ মিয়ার স্ত্রী লাইলী বেগম অর্থের অভাবে দীর্ঘদিন ধরে বসতবাড়ী ঘরটি বসবাসের অনুপযোগী হয়ে পড়লে সরে জমিনে দুই সংবাদকর্মীর মাধ্যমে বিধবার এই হৃদয় বিদরক ঘটনাটি জানতে পেরে গতকাল বুধবার ওই বিধবা মহিলাকে ২ বান্ডিল ঢেউটিন বিতরণ করেন পীরগঞ্জ সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজের সহকারী অধ্যাপক (আইসিটি) ও রংপুর জেলার শ্রেষ্ঠ করদাতা ও প্রতিষ্ঠিত ঠিকাদার জাহিদুল ইসলাম রুবেল। লাইলী বেগম ঢেউটিন পেয়ে আবেগে আপ্লুত হয়ে জাহিদুল ইসলাম রুবেল পরিবারের জন্য দোয়া করেছেন। এ সময় বিতরণ কালে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সরওয়ার জাহান, গোলাম কবির বিলু, সৈয়দ রায়হান বিপ্লব প্রমুখ।